ধারাবাহিক কাব্য, "ভাবনা" তার অংশ- পর্ব সংখ্যা- ১১- ১২ , (২০১৫-মার্চ-এপ্রিল) ।


সাবধান করি !


এক ছোকরা- প্রফেসর
আমি বলি, তারে ধর ?
ব্যাটা, এঁকে দেখায় !
লোককে ভাবতে শেখায় ,
‘হীরক রাজার দেশ’ !
আমি তারে করি শেষ !


আমার এত সব বাড়াবাড়ি
মাত্র, রায়কে নিয়ে ধরা-পড়ি ,
চলে না আমার বুদ্ধির গাড়ি
পারি না ! এখানে ,যাই হারি ।
চলে না আইন জারি
শেষে ব্যাটা গেল ছাড়ি !


আর এক শান্ত ব্যাটা !
সে খুব কেঁঊ ক্যাটা ,
লেজ নেড়ে আছে
এজন্য আপাততঃ বাঁচে
তবু সে হতভাগা ছেলে
বাঁধা আজ মায়ার শেকলে
সে আমার উজীর
কোটে দিচ্ছে রোজ হাজির !
যদিও বেচারা সময় মত
নানা ভান্ ,বাঁচায় যতো-,
ধোপে কোনটা টেকে না
সি- বি-আই, মানে না !
ছোকরাকে আগেই বলি
নিজের বিপদ নিজে
যেচে যেচে, অকাজে
ডেকে আনে খালি-খালি !
বুঝিস না ? পাপের ফল -
বলবি বল - ধীরে বল ?
ভারি সভায়- বলে বসে
সব শোনে আশে-পাশে ,
“এ সারদা বিন্দু
গড়ে উঠুক সিন্ধু” !!
সুযোগ পেয়ে নিন্দুকে
গুলি ছোড়ে, বিনা বন্দুকে
সে সহজে ধরা পড়ে -
বুঝুক এখন হাড়ে-হাড়ে !
কে কাকে ছাড়ে  ?


সূত্রধর-১২


আমি সূত্রধর ,ভরে ঘর-
সূতো ধরে নাচাই সবার !
যেমন নাচে কাঠের পুতুল
সবচেলা নাচে সমতুল ৷
আচ্ছামত তাল ধরে -
ধারে-কাছে নাচে, ঘুরে-ঘুরে
সুন্দর তালে, পাই আঁচ ,
যখন বলি এবার নাচ ?
বলি, এক-দুই-তিন ,
অমনি নাচে ধিন-ধিন ,
যেমন নাচে, ‘আশারাম’ বাবা .
যদিও নয়, ওরা অমন হাবা ।
হবে না আমার জেলে যাওয়া ,
কপালে লেখা উন্মুক্ত হাওয়া !
বুদ্ধিতে ঊপায় খুঁজিতে
বাংলার বুকে প্রাণ বাঁচাতে
না করে চিল্লা-বিল্লী ,
যেতে হবে যে- শীঘ্র দিল্লী !  
সরে পড়ি, চুপিসাড়ে-
যদি জানিতে পারে ?
ঐ নটখট্ সাংবাদিক-
রটাবে ঠিক- চারিদিক !
আমি হই ভাবুক
সে খবর যেন চাবুক
পড়ে শপাশপ পিঠে ,
হৃদয়ে পড়ে কালশিটে !
ঠেকাতে সে অপমান
কাকে ধরে দেব টান -
দোষ দেই কার ঘাড়ে ?
যদি দেই বামের ’পরে ,
ধোপে টিকিবে না ?
হয়ে গেছে সব জানা-
ঐ ব্যাটা সি, বি, আই,
সেও জানে সত্যটা তাই !


আমি ভবানী আমি দামিনী
আমি শ্যামা, বাঘিনী !
তবু ঐ সারদা ফাণ্ড ?
সে কাটে নাক- কান-
করিল সমূলে মহাহানি ,
আরো করে হয়রানি !
তার জ্বালাময় কাহিনী
ধ্বংসসম বাণী শুনি !
দোষ দেব মাকে ,
আমার মা-মাটি-মানুষকে ?
আমি যে শত্রু সংহারিনী
কোন কাজে এখনো হারিনি-
হরিণী হয়ে দিল্লী ছুটি
শক্তি আমার মা-মাটি ,
দিল্লীতে তবু ভয় হয় !
এখন বিপত্তি ভরা সময়
সে- বসে ! আমার অরি
সেখানে করিলে হেরিতেরি ,
সে দেবে না মোরে ছাড়ি !
না করে চিল্লা-বিল্লী ,
ভালয় ভালয় সেথা চলি ,
ভব্যতার সাথ,- গলে মিলি
তাঁর সম্মুখে মাথা নোয়াই
দয়া-দাক্ষিণ্য যদি কিছু পাই ৷
                               ক্রমশঃ
*-আশারাম > নারী কেলেঙ্কারীতে আশারাম জেলে , ধর্মগুরু, এক সময়ে  ভাব-গানে-ধুনে, ভক্তকে খুব নাচায় !