ধারাবাহিক কাব্য, "ভাবনা", তার অংশ-পর্ব সংখ্যা- ২৭-২৮ ,- (২০১৫-মার্চ-এপ্রিল) ।


ভাবনার দুরাশা-২৭


ছল-ধোঁকা-বিশ্বাসঘাতকতা
এ তো রাজনীতির প্রথা
ভুল শিখানো হয়- সবে
তবুও এ নীতি-অক্ষয় ভবে ।
ভগবান- রাম ও লক্ষ্মণ ,
যখন হয় অপহরণ
কত না ছদ্ম চাল চালে
ধূর্ত মহিরাবণ অদ্ভূৎ ছলে !
নানান প্রচেষ্টায় ছদ্মবেশে
ভালে তার সফলতা আসে ৷


‘ভাবনা’ তো নকল মাস্টার
লাগাই ছলভরা পোষ্টার
আমি করিবো চিরোদ্ধার
যা আছে বাকি বাংলার ৷
আমার এ বাহাদুরী দেখে
সর্বভারত শেখে ,
অথচ আমার নীতি নাই
তবু প্রচুর ভোট পাই !
দৃঢ়-দৃপ্ত এ ধারণা
‘ভাবনার’ আছে জানা
আজ লোক খোঁজে আমায়
ভোট দেয় ঘাস-গোড়ায়
ঐ দিল্লীর অরি ছাড়া
কে দেয় আমাকে নাড়া ?


আমার ঘাসগোড়া- মূল
ধরে রাখে এ কূল ওকূল ,
লোকে করে না ভুল
আমি যে চতুর নকুল !
ভাবনার শিকারী চোখ
চেয়ে অপলক
খোঁজে নানা দিক
আমি চির নির্ভীক !
সমস্ত ভারতে সব কোণায়
এখনো কেহ যায় নি সেথায়
একক দলে ক্ষমতায় ,
চিন্তা-ভাবনা পুষি মাথায়
রাতদিন এসব শুধু ভাবায়
পুনঃ পুনঃ পেতে চাই জয় ৷
‘ভাবনার’ এ ঘাসগোড়া আদরে
অন্য প্রদেশও নেবে ধরে ,
‘ভাবনা’ ভাবছে বসে সদাই
এভাবে চায় সে নিজ ভলাই ৷


আশা, কেবলি করে চনচন
ভরা তীক্ষ্ণদৃষ্টি মোর দু’নয়ন
দেখে শুধু যমুনার কূল
গজাক সেথা তৃণপাতাফুল ,
আগে না করে যেন ভুল
সেখানে দে’ক জনতা তুল ।


চাই ঐ পরিপাটি রৌম্যস্থান
যেখানে বসিত শাজাহান ৷
কেন পাব না শ্রেষ্ঠ আসন ?
চাই দিল্লীর সেই সিংহাসন !!
আমার আকাঙ্ক্ষা অশেষ
চাই, গোটা ভারত দেশ
দিল্লীর বাদশার মত
আমি, 'ভাবনা' হব বিখ্যাত ।


বাংলার অধঃগতি-২৮


বাংলার মেধা বাংলার কাজ
বাংলার কৃষ্টি বাংলার সাজ ,
একদা নিত সারা সমাজ ।
বিশ্বজ্ঞান করিয়া আহরণ
বাংলায় সবে করিত চিন্তন
এমনি ছিল বাংলার ধরণ ।
বুদ্ধি বিবেক ছিল নানা
আদর্শ নীতি, পেলে সোনা
কেহ করিত না নিতে মানা ।
উল্টো প্রথা সেখানে আজ
উদ্ভট নীতিতে সারে কাজ ,
ঘোরবিপাকে সারা সমাজ ।
হাওয়ায় ভরা বুলি ধরে
আসল নকল পরখ না করে
নীতি আনে বাংলার ঘরে !
এত পতন হ’ল কেন !
সুস্থ্য বুদ্ধির অভাব যেন
আজ বাংলায় ঘটে হেন !
সুশ্রী মেধারা উবে গেল
আদর্শ যেন জলো-জলো
বাংলা আজ হ’ল খেল !
                        ক্রমশঃ