জগতে নানান প্রকার জীবের বাস  
মানবের আছে ভীষণ ভীষণ ঊর্বর মস্তিষ্ক ,
ভাল বা খারাপ, চিন্তা বিচারধারা নিয়ে বসবাস
সমস্ত কর্ম-কাজে তারা যদিও দক্ষ ।
আশ্চর্য ! সে বোধ সময়ে আসে না
চোখ থাকতেও যেন অন্ধ- কানা ।


মূল্যবান সময় যায় অবহেলায়
গড়ে না ভাগ্য , না সঠিক বোধগম্যতায় ,
যখন ফেরে জ্ঞান
দেখা গেছে সব অবসর শেষ
কোন বুদ্ধিতে আগে পায় না কোন ত্রাণ
জীবন হয় না সুখে সফল সরেস ।
বৃদ্ধকালে মনে হতাশা, হায়- হায় -
কি পেলাম জীবনে সব যেন বৃথা যায় !


(১৪-০৩-২০২৩)
সরেস > উত্তম ,