বদলায় লোক, বদলায় যুগ -
কারো বাড়ে দুঃখ, কারো বাড়ে সুখ ।
জনসংখ্যা , কোন অর্থ ধরে না -
কখনো কাজে আসে না ধর্ম- অসুর পনা ।
নৈতিকতা আধার, তার আছে দাম ,
সততায় উন্নতি, যদি ঝরে ঘাম ।
প্রযুক্তি বিদ্যায় ও পড়শী বন্ধুত্বে
যারা বসবাস করে, ভরে আপনত্বে ,
যে দেবে পর ভালোবাসায় ধ্যান
ব্যবসায় উন্নতি সাথে হবে লাভবান ।
একঘরে যদি অন্ধকুপে বাস !
নিজেরাই ডাকবে নিজ সর্বনাশ ।

(০৯-০২-২০২৫)