মেনে নিয়ম- গণ্ডি তারা
প্রকৃতির নিয়ম, বাঁধাধরা
এ নিয়ম কার্যকরী সদাই ,
নিউটনের আবিষ্কার, পাই ।
তাঁর তিনটি প্রকৃতির নিয়ম
সহজ জানায় সবে সক্ষম ।
উত্থান- পতনের এ চক্র
ধর্মোপদেশে বলেন গোঁসাই ,
'যেমন করনি তেমনি ভরনি’
কর স্ফূর্তি, বাজাও সাহনাই ;
এ নিয়ম চলবে জেন তাই ।
তরবারির যুগ চলে গেছে
মেধার যুগে এখন প্রবেশ -
অপকর্ম করা গায়ে পড়ে
তার জয় আজ মিছে ।
সময়ে পিছড়া যদি সুধরাতে
কাল তাকে ছাড়বে না -
কোন দৈব হাত নয় হেতা ,
সময় ডেকে আনে- পস্তানা ।
(০২-০১-২০২৫)