গাছতলায় বসে লেখাপড়া
এক সাথে শিষ্য-গুরু
তার মান ছিল আনন্দ ধারা ;
পাল্কি ,বাহক, গরুর গাড়ী
ব্যবস্থাটা সেদিনের কথা
হোগলা, কুঞ্চির ঘরবাড়ী ,
বহুকিছু ওঠার হাবভাব
নাঙ্গল- জোয়াল -গরু ;
বদলাচ্ছে মানব স্বভাব ।


বাঁচায় জ্বালাতন আজ
সমস্যায় মানুষ জর্জরিত
বাড়ছে ভীষণ কাজ ।
মা-বাবার স্থান অকুলান
ঘরে জায়গা- কম
জলাঞ্জলি আজ সেবা ধরম
যেন, শ্রেষ্ঠ বৃদ্ধাশ্রম !
দূরে-দূরে সরে যায় আপন
বহু উন্নতি হয়েও আজ
হয় না তাঁরে যতন ।


(০৫-১২-২০২০)