বিদ্যা চাই, নিজ ট্যাঁকের
ইচ্ছে মতো খরচা -
পরের মুখে ঝাল খেলে
মাথায় ভরে কচড়া ।
পুতুলগুলি সূতোর টানে
ইশারায় খুব নাচে , -
পরের তালে আগে চলে
ভিতটি গড়ে বাজে ।


গুরু-শিক্ষক আসল চাই
প্রাপ্তি বড়ো কষ্টের ,
মোড়ের মাথায় গুণী-জ্ঞানী
উপদেশ ভরে নষ্টের ।
সে ভ্রষ্ট গুরুর জ্ঞান লাভে
নষ্ট হয় আচার -
জীবন খাতার পাতায় পাতায়
ঘুণ ধরে হাজার ।


(২৪-০৯-২০২০)