এক বিদ্বান এক অন্ধকে বলেন ,
---তোমার মনটা বড়ো সাদা ।
অন্ধ শুধায়,-- সাদা জিনিসটা কী ,
বুঝিয়ে বলুন দাদা ?


---ও ভাই বুঝলে না ?
বিলকুল রং সাদা ! বকের মত ,
---মহাশয়, একটু ভাঙিয়ে বলুন
মানে বুঝলাম না তার অতশত ।


---সাদাবক, ঐ যে পাখী  
কাঁচির মত যার বাঁকা গলা !
---কাঁচি কেমন ভাবছি এখন
বন্ধু ! চিন্তা দিলেন মেলা ।


---ছুঁয়ে দেখ মোর বাঁকা তর্জনী
হবে,- ঠিক ঠিক শেখা ,
---বুঝেছি, বুঝেছি, আমার মনটা
টেঁড়া- অতিশয় বাঁকা ।


(১৫-০৯-২০২১)
বিলকুল > ঠিক ঠিক ।
তেড়া, টেড়া > বাঁকা ।