যেখানে জমাবড়া রথী-মহারথী
প্রকাণ্ড বিদ্বান,স্বয়ং শ্রীহরি সারথী ,
সরল-নিরীহ- সৎ , মূক ও বধির
পায় না নাম ,সে দৈন্য ফকির ।


যেখানে অতি উঁচুমানের কাব্য
তার রচয়িতাগণ জাগ্রত সুসভ্য ,
সে স্থানে উপনীত, কত যে ভাগ্য
তার উদাহরণ একমাত্র একালব্য ।


বিশাল জনবহুল জনারণ্যে
সাদামাটার স্থান লাভ -নৈপুণ্যে ,
কোন কালে কী সুকৃতী সম্ভব ?
আশা পরগাছার মত জড়িয়ে সব ।


তবু সরল শিশুসম বাঞ্ছা মনেপ্রাণে
যদি ফেরে সুদিন কোন শুভক্ষণে !
ভাদুরে মেঘের কাছে বারি যাচা
চাতক ডেকে ডেকে প্রাণে বাঁচা ।


(ইং-২৪-০২-২০২০)