ভেজালদার ,ঘুষখোর ,জোচ্চোর
পুষে চলো জীবন ভর ,
ভোটের আগে আশীর্বাদে
সাধু চরণে মাথা ,
ও ভাই ! তোমরাই তো মন্ত্রী, নেতা !


গ্রামের বাস মুড়ো, বহুদিন সেথা ,
এখন সুর তোল, লোক ঠকানো কথা ।
“ভূতের মুখে রাম নাম”
সস্তায় বাড়াতে চাও নিজের বেশ দাম ।
প্রতি ভোটসন্ধ্যায় মাতো গ্রাম উদ্ধার
গ্রামে পাঠাতে চাও চিকিৎসার ডাক্তার ,
ভাল কাজ । কোথায় ছিলে আগে-
কাজের ভাবনা আজ মনে বড্ডো জাগে ?


নিজের ছেলে সোনার চামচে বিদেশে
গ্রামে পড়া নিষেধ ! ভুলচুক যদি হয় পাছে !
পারবে কি ত্যাগে ব্রতী হেথা
যেমন মাথা নত করেন নি দেবী সীতা ।
সম্রাজ্ঞী হয়ে, হয়েছিলেন বনবাসি ,
ত্যাগ দেখাও, লোকে দেবে সাবাশী ।


(ইং-১৭-১২-২০১৯)