মনোহরা স্বপ্ন বেচে এক জাদুগর ,
নিংড়ে হৃদয়টারে করে ছারখার !
মাত্র বিশ্বাস-আস্থা ধরে ,যারা বাঁচে -
জর্জরিত করে মন ,রেঁদায় চেচে !
কল্পনার স্বর্গ দেখায়, শূন্যে উপর !
না-থামা, স্বপ্ন বেচা, প্রচার প্রসার ।


আশা-আস্থায়, লোভ-মোহ-মায়ায় ,
কত ঘর উজাড়, দুঃখীরা-অসহায় !
হাড়জিরজিরে শরীর ! কাঁথা মুড়ে -
হয় না স্বপ্ন দেখা !দাওয়ায় পড়ে ।


এনেছি স্বপ্ন দুয়ারে, জাদুগর বলে ,
ভাঙা কুড়েটুকু, উবে যাবে হালে !
বসিবে কল, বাজিবে, কাজের বাঁশি !
বিনিময়ে নিও, অর্থ-সুখ, রাশি-রাশি !
ছাড় এ তুচ্ছ মাটি ! চৌকাঠ, কোঠা -
অনত্র যেয়ে বসো ! দূর করো ল্যাঠা ।
সত্বর রাজরোষ, যদি আসে নেমে -
ভিটে মাটি পরাণ, নয় কোন কামে !
ত্বরিতে তব দুঃখ । প্রাণে দিতে সুখ ,
তাই জাদু ! নিঃস্বপ্রতি- এই শলুক !


(ইং-০৭-১২-২০১৭)
*-শলুক > ব্যবহার ।
*-ভারতে আগামী ১৭-তম লোকসভার ভোট ১১ এপ্রিল২০১৯ থেকে শুরু । এবার ও "স্বপ্ন বেচা" হবে ! তবু ভোট যেন সুষ্ঠু-সফল হয় তার নির্বাচন প্রক্রিয়ায়, এই কামনা করি ।