ডক্টরেট ডিগ্রী নিয়ে রতন ,
কাজে ধন্য ,পেয়ে পাড়াগাঁ ;
কেউ সুখী নয় তার মতন !
তার আশা পূরণ, ভাবা যা-যা ।
স্কুলের কাজ, পঠন-পাঠন
মনোযোগে পড়ায়- সেথা ,
আদর্শ শিক্ষায় খুব যতন
সময় কাটায় না -বৃথা ।


দ্বিতীয় দিনই এক আপদ !
কিশোর ! সে টানে- বিড়ি ,
শিক্ষা দেয়, হানি অগাধ -
কত না বুঝালো তারি ।
অমান্য ছেলে, সব বাত্ -
ফেরাতে পারে না মন ,
রতন ধরে অন্য পথ -
তার বাপের খোঁজে মগন ।


হেরিল গ্রামে, গাঁজার আসর
ছেলের বাবা, সেথা- শোভে !
ক্ষোভে- দুঃখে, হয়ে কাতর ,
মর্মাহত রতন, ভেবে-ভেবে !
খোঁজে মোড়ল,- তন্ন-তন্ন -
সারাটা গ্রাম সে জুড়ে ,
বিহিত চায় -এসবের জন্য -
প্রবল সদিচ্ছার জোরে ।


মোড়লে দেখা, মধুশালায়
সেথা, কত ! নেশাড়ু মিলে ,
গ্লাসের পর গ্লাস চালায় -
মুখিয়া ,অট্টহাস্য তুলে !


(ইং-১৩-০৭-২০১৮)
*-মধুশালা > মদ্যপানীয় ঘর,> পানশালা,> মদের আড্ডা ।
*-মুখিয়া > মোড়ল, > মুখ্য, > গ্রামপ্রধান, ।