চাই না কাজে যত্ন ও গুণ
শুধু অপকর্মটা যেন নিপুন ,
ভূত সে শক্তিধর- অপার -
তারে জয় করে সাধ্য কার ?


সচরাচর দেখি এ জগতে
ভূত বিদ্যমান, সর্বত্র মেতে ,
তার দাপটে নিরীহ অস্থির ,
অসহ্য ভয়ে করে তিড়বিড় ।


আজ ভূত, খায়দায় ভালো
ভয় পায়না সে রশ্মি-আলো ,
কম পড়ে বাহন ভূতরথ
তার চলাচল আজ সর্বপথ ।


ভূতের বাড় দিনদিন বেশী
নির্মূল প্রায় বিরোধী সাহসী ,
এমনি অজস্র ভূতকে নিয়ে
আজ বাঁচা দুষ্কর লোকালয়ে ।


(ইং-১৬-০৯-২০২০)