ভেড়ার মস্তবড়ো গুণ
সদা করে অনুকরণ দলনেতার -
না খেয়েও নুন ।
মানুষের বেলায় যদিও রূপ তার ভিন্ন -
তবু এ নিয়ম চালু রাখা যায়
মানুষকে বুঝানোর জন্য ।

দেশে আন্দলোন, দ্রব্যমূল্য বিরোধ নিয়ে
দল সংখ্যাগরিষ্ঠ, বুঝায়- 'কালো কাপড়
পরিধান । এ যে দেশের অপমান ,
আন্দলোনকারী চায় না রামনামের মান ।'

আন্দলোনের রূপ চায় ওরা অন্য মোড়
ভেড়চালের প্রতি,-মতি গতি চায় জবর ,
মানুষ ঠকানোর ভয়ংকর সে তোড়জোড় ।

মানুষ যে বোঝে না তা নয় ?
সে প্রচারক দলের একটাই কাজ ,
মানুষের মেধা-বিবেক-গুণ, সব চায় ক্ষয় ।
(০৬-০৮-২০২২)
জবর > খুব বেশী ।
(০৫-০৮-২০২০) এই দিনে রামমন্দিরের শিলান্যাস । (০৫-০৮-২০২২) এর দিনে ,আন্দোলনে ,কালো কাপড় পরায় নাকি দেশের মস্ত বড়ো অপমান ! দলমুখিয়ার দিনভর মনখোলা প্রচার !!