বিশেষ রূপে করলে খেয়াল  
দৃশ্যগুলি যে গাড়- কাজল ,
চতুর্দিক ছেয়ে এক-ধূম্রজাল -
ধূঁয়া-ধুলো, কুয়াশা, ছেয়ে অঞ্চল ।        
আভাসে যদিও সাড়া মেলে-  
মগজে আসে না সত্যটা হালে -
ভাবনা ভরসায় মিলন নয়নে
সম্মুখে ধোঁয়াসা প্রথম দর্শনে ৷


ঘটনার এ রূপ কেন অকারণ-?
ধূমে ভরা চেহারা তার ধরণ ,
মনে হয় ছল-চাতুরীর এ হাল
হবে চালাকী, খলের খেয়াল ।
তার চক্রান্তই যেন সব ব্যবস্থা-
সমাজে বিদ্যবান এহেন অবস্থা ৷


সহজ পথ যত সব কাজ-
সময়ে ধূম্রজালে ঢেকে-
কুহেলিকায় ভরিয়ে আজ-
ভীষণ জ্বালা ধরায় বুকে !
বাঁচা-বাড়ার সরল উপায়-
সমাজের বুকে ঘুণ ধরায়-
সোজা পথ হয় কণ্টকময় ,
কারা মেলায়, জল ঘোলায় -
কারা নাচায় সংসার ময় ?


(ইং-০২-০৩-২০১৬-বুধবার)