শ্রেষ্ঠ নীতি আদর্শে দেশ গড়ে ,
যদি দুর্নীতিতে ঘড়া থাকে ভরে ?
যেমন, ভোট হলে বহু দলে-
সুনীতি ঢাকা পড়ে ধূম্রজালে ৷
সম্মুখে রাখা সব ধরম করম
কোন দল প্রচারে নহে নরম ,
অতি বেশী নীতির হয় সমাগম-
প্রচারে বাজার হয় আরও গরম-
দেখানো হয় শ্রেষ্ঠনীতি যারযার -
নেতা খোঁজে বিপুল শিকার ;
উপরে আছে লোভনীয় ছলনা
পরিণাম তার ভাবা যায় না !


দেশের সহজ সরল যারা -
ভোট দানে হয় দিশেহারা ,
সব দলের সঠিক সে নীতি -
না বোঝায় ধূম্রজালে অতি ,
খুঁজে- প্রকৃত নেতা পায় না -
গণতন্ত্রে এটা অশুভ কামনা !
সরল জনগণ ভোগে যাতনা
আদর্শ নীতি দেশে মেলে না !


ধূম্রজালে নীতি থাকে বহাল -
লোকতন্ত্রে এ নিয়ম প্রবল !
সাধারণ জনতার কপাল-
ঢাকা পড়ে শুধু সে ধূম্রজাল !


(ইং-০২-০৩-২০১৬-বুধবার)