সুশাসনের প্রদীপসম, সে ত্রিপুরা
ষষ্ট শাসন কাল করিবেই পুরা ,
´মানিক সরকার’ তাঁর মত ত্যাগী -
দেখিনা কেহ, সম কষ্টভোগী ।
    
সারা ভারতে নেই তাঁর জুড়ি -
শূন্য জমাজমি, গাড়ী-বাড়ি !
নেই ব্যাঙ্কে জমা, কোন পুঁজি ,
নিন্দুক পাইনি এখনো দোষ- খুঁজি !
সরকারী আবাসে জীবন কাটে -
নয় আড়ম্বরের জীবন মোটে !


সরকারী পাই-পাই সব খজানা -
দেশের কাজে, ব্যবহার জানা ,
নয় মহাধনী, মস্তানে সে দাদা !
সরল মিলনসার তিনি- সাদাসিধা ।
    
সাগরের মাঝে ত্রিপুরা, ক্ষুদ্র দ্বীপ
সেথা সৎনীতির যেন জ্বলে প্রদীপ ,
অসতের ভয়াল কুমির- হাঙর
দ্বীপ ঘিরে ছেয়ে সমগ্র সাগর !
দ্বীপ, প্রবল তুফান ঝড়ে টলমল ,
তবু সে দ্বীপ, দৃঢ়, অনড়-অটল !
    
কারণ মানুষ চায় নীতি- সাম্যবাদ ,
বুঝেছে মরমে পরম তার আস্বাদ ।    
পেয়েছে নীতির নেতা আপন -
পাবে, আগামী ষষ্ট কালের শাসন ,
পুনঃ নব উদ্যমে, ত্রিপুরা জাগে -
নীতিতে সে জয়ী, থাকিবে আগে ।
      
(ইং-২৫-০২-২০১৮)