গভীর রাতে ঘুম ভাঙে , আঙনে থৈ থৈ জল ,
উপরে তেজ বারি বরিষণ
সারারাত জাগা, বিষণ্ণ ভীষণ !
সে বৃষ্টি জল, ছাড়ে নি ঝোপ-ঝাড় মাটি-স্থল ।


বেতারে খবর ইরাক সিরিয়ায় চলছে ঘমাশান
আর বাকি নেই শেষ, শ্মশান
ভাবি, এ জঘন্যতা কার দান ?
আজ মানুষ সজাগ তবু ভেবে-ভেবে হয়রাণ !


অমৃতধারা ঝড়-বৃষ্টি, জীবের বাঁচাবাড়ার সুযোগ
বর্ষা সে তো প্রাকৃতিক দুর্যোগ
চাষে তার যে দরকার অমোঘ ।
মানব ধ্বংসে কি করে মানুষ, ভোগে সুখভোগ !


(ইং-০৭-০১-২০২০)