সূর্য-চন্দ্র-তারা , তারা আলো দেয়
কত উজালা হয় ধরণী,
হৃদয় ভরে সবে আনন্দ নেয় ,
এত আলো ! সত্যের এ কি দশা ,
সত্য সে মিশকালো গহ্বরে লুকিয়ে
কখনো প্রকাশিতে উঁকি দেয় দুয়ার চৌকাঠে
মনে কত তার মহতি ইচ্ছা- আশা ।


কারা যেন ত্রিশূল, ঢাল তরোয়াল নিয়ে
রে-রে করে দেয় তাড়া
শব্দে অমনি সে- অসীম ভীত-সন্ত্রস্ত -
সত্য সে হয় ভিটে মাটি ছাড়া ।
হিমশীতল গহ্বরে করতে হয় বাস
কত কত মহাপুরুষ দেয় আশ্বাস ,
আবার সে চলতে চায় পথে
চায়, বন্ধুত্ব- মিতালী সবার সাথে ।


আছে অঢেল জড়-মূঢ় অন্ধবিশ্বাসী
সত্যকে হারিয়ে তার বদন ভরা হাসি ;
গর্তে, টুক-টুক করে সবারে ডাকে
সত্য সে চায় কিছু দিতে
মানুষ চায় না আর শুনতে তার নাম গন্ধ
তাই সত্য মেকী সুখে মাতাল চিরঅন্ধ ।


(৩১-১২-২০২২)