দুরু-দুরু কাঁপে বুক
দৃশ্য, খড়্গহস্তে হত্যাকারীর মুখ ।
নীতির বাঁধনে কঠোর প্রাচীর
পর্বত প্রমাণ দৃঢ় আর স্থির ।
যার-যার ধর্মাচার-কৃষ্টি নিয়ে
মহা মশগুল, চিত্ত- নির্ভয়ে ।


নূতন ফসলে হ’লে চাষ
জ্বালাধরা বিরোধ ,অসন্তোষ আভাস !
মান্যতায়, যুগধারা -মহানুভব
সে যুগ চায়,- নব নব প্রসব ,
যুগের যন্ত্রণা, সৃষ্টিতে নূতন
এই তো ধর্ম ,যুগ পরিবর্তন !


ঝড় আসে ঝড় যায়
সংসারে ক্ষণিক তরে- ভরে কান্নায় ,
ছোট্ট কিশলয়, আগে অটবী
আপন ভেবে জড়িয়ে মাটি ,
যদিও তারা জগতে অবুঝ
সৃষ্টি করিবেই নতুন সবুজ ।


(১৭-১০-২০২০)
অটবী > বন , অরণ্য ।
(সৃষ্টির নিয়ম এক যায় এক আসে , দুর্নীতি যায় সুনীতি আসে । যাঁরা ভালটা যতো শীঘ্র নেবেন , তত মঙ্গল ।)