সারাটা জীবন ধ্যানমগ্নে আত্মপ্রকাশ
একই কামনা, সুখ চাই এক আকাশ ।
লেখালেখি ,ভাষ্য, সংঙ্গীত ,যপ-তপ
পঠন-পাঠন ,মনন-চিন্তন অপরিমাপ ।


জ্ঞানেরা সসাগরায় ভরা আছে মজুদ-
গচ্ছিত মানব ঘরে সংখ্যায় অযুত ।
ফলভারে বৃক্ষরাজি মস্তক নীচু- নতঃ ,
মানব সে জ্ঞানভারে দম্ভে মদমত্ত !


দেহের শ্রীবৃদ্ধি করে, অমূল্য প্রোটিন্
গ্রহণে জ্ঞান কেন ঘনায়.আরো দুর্দিন ?
সুরাহার চাবিকাঠি কোথা আছে, অজানা -
বুঝি, সংগ্রহ তরে কেউ করে না মানা ।


(ইং-১০-০৮-২০২০)
সুরাহা > ভাল পথ , (সু >ভাল, রাহা > পথ, রাস্তা) ।