মর্মে, রাতদিন ধরি, কর্মে দৃঢ় বল
আস্থালয়ে ধ্যানমগ্ন , সঙ্কল্পে নিখুঁত ,
হোম-যাগ-যজ্ঞ-পূজা, লভিতে সুফল
আশীর্বাদী আশা জন্য, বিশ্বাসে অটুট ।
চৈতন্যে ধারন আস্থা, যুগ-যুগান্তর
কারপণ্যে, করা হয় না, কোনরূপ কম ,
ভরে না অন্তর মন, আঃমরি সুন্দর
ক্ষোভে লীন এ পরাণ মুক্তিতে অক্ষম ।


লোভ-মোহে করি কাজ ,অনর্হ উত্তাল
অনর্থক অনাবিষ্ট, অবাঞ্চিত জাল ।
নিজ মতে, পাশাখেলা, বাজিতে দ্রৌপদী ,
হেরে ঘরে, হাহাকার !বুক ভরে কাঁদি ।
নিজ-ফাঁদে, নিজে ফাঁসি, সুবোধ না মানি ,
বন্ধনে বিলাপ করি, পিঁছে লাগা শনি ।


*-শব্দার্থ > অনর্হ > অযোগ্য ।  অনাবিষ্ট > অমনোযোগী !
(২০-১১-২০২০)
সম্মাণীয় কবি পারভেজ শেখ , কাব্য--- (নামহীন শিরোনাম-৩য় পর্ব)  
“আমি আমার কাতিল,-খঞ্জর কী হবে!”
বাঃ, কত মধুর বাণী দ্বারা আত্মবোধ জাগানো । তাঁর প্রতিটি কাব্য শালীনতায় ,ভাষ্যে উজ্জ্বল । সুন্দর কাব্যিক শৈলীতে ছন্দ নিয়ম মেনে প্রতিটি উন্নততর কাব্য সৃষ্টি, সব সময় মুগ্ধ হই । আজ তাঁকে সম্মান জানিয়ে কবির নামে আমার এ ক্ষুদ্র প্রয়াস , কাব্যটি আসরে উৎসর্গ করা হল ।