অ্যাঙোড় ব্যাঙোড়
ত্যাঙোড় নলা
কুঞ্চি ব্যাগো
বাঁশের শলা,
ট্যাম্-টুম্
গাছের ডুম্ ৷
ম্যাঁই খুঁটিতে
বাঁধা শিং;
তার উপর গঙ্গাফড়িং ;
শঙে বাজায় শিঙে
চালে নাচে ফিঙে৷


দাওয়ায় বুড়ী
কাঁথা মুড়ী
হাত-পা খোলা ;
ব্যাঙ কোলা ,
দেয় চাটি
ছিটকে বাটি ;
বাজে বেজায় ঠং ;
ছোট্ট খোকা
বসে একা
আঁকা – জোকা ,
পড়ে, অং বং চং৷


ধিঙ্গে চাচা
বাঁধে মাচা
চটা আচাছা ,
আরো পচা !
গেছো দায়ে
কোপ বাগিয়ে
কাটে চটা ঘ্যাঁচাং-
মাচা ভাঙে মচাং !


বেড়াল হুলো
চাটে কুলো
বাগিয়ে নুলো,
নেংটি ইঁদুর
যাবে কদ্দুর !
ঝাঁপ ঝঁপাৎ
বাজি মাৎ;
খপ্ ধরে
টপ্ তুলে,
ফেলে গিলে ৷
ইঁদুর পায়না মাপ
বেড়াল ছাড়ে হাঁপ !


ফাঁকা মাঠে
এসে জোটে ,
হট্টিটিরা
জোড়া-জোড়া ;
লম্বা ঠ্যাং
নাচের ঢং-
যেন, নটরাজ!
তিড়িং তিড়িং
ফড়িং গুলো
পাখনা খুলো
উড়ছে যেন বাজ ! (ক্রমশঃ)
(ইং-21-09-2015)