বহুকিছু ঘটায় ,সময় ও পরিবেশ ,
কর্ম হয় সাকার, বিনা উপদেশ ৷
যুদ্ধরত ঐ রণভূমিতে -
বিদ্যুৎসম চিন্তা আসে মাথে ৷
তথা শান্ত নয়, মন ও মস্তিষ্ক -
উত্তেজিত রয় যে দৃঢ়বক্ষ !
নিজেরে রক্ষা এবং আক্রমন -
সদা তৎপর সেথা মনঃ অন্তকরণ ৷
সুযোগে হয়না , বৃথা ভাবনা -
জাগ্রত থাকে শুধু রণসংরচনা ৷


অপর, শান্ত সমাজ মাঝে
অলস অকর্মন্য কত যে বিরাজে ;
কেন হয় না ভাবনা মহতের ,
কেন নয় চিন্তন অগ্র খোঁজের ?


নিশ্চল, নড়াচড়া, একটু কষ্ট -
হাতপা গুটিয়ে কতনা সন্তুষ্ট !
সতত সতেজ নদীর জল ধারায় -
অমূল্য সময় সম্মুখে বয়ে যায় ৷


শান্তিতে নিস্তেজ জড়বৎ বদন -
একদা ভবিষ্যতে ভরিবে রোদন !
মনেতে হায়হায়, কাল বয়ে যায় ,
শেষের ভাবনা বৃথা,শুধু আয়ুক্ষয় ৷


(ইং-২০-০৯-২০১৭)