বাঁচায় জীবন সম্বল, ফুঁটোহাঁড়ি কড়াই
খেটে খেটে হয়রাণ ,সুখ-খুশী ছাড়াই ;
শখে ঘুড়ি উড়াই, নিয়ে সূতো লাটাই
কেবল সূতো ছাড়ি আর সূতো জড়াই ।


জীবনের মহত্ত্ব ,ধর্মকর্ম-জ্ঞানমান তায়
জ্ঞানবোধে অজানা সত্য-মিথ্যা বাঁচায় ;
ডানে-বামে-সামনে না কোন ভ্রূক্ষেপ
ব্যাধি-শড়নে না বোধ, বিশেষ আক্ষেপ ।


যাপিত কাল দক্ষতায়- না তার খেয়াল
সামান্য জীবন , বাঁচায় এই তো হাল ।
জলের কী স্বাদ ? নোনতা-কষা-জলজ
লেশহীন ভাবগতিক মন সরল সহজ ;
এক কর্মযোগ্য অস্ত্র- মাত্র বুদ্ধির কুলো ,
ঝাড়া-পোছা সব করি ভূষি আর ধূলো ।


(১৮-০৩-২০২১)