সে ছিল পূর্ণ সক্ষম সবল ,
ছিলনা শুধু পাথেয়, সম্বল -
সত্যবোধ সমাজ সেবায় -
সজাগ কর্ম ,সঠিক মথায় ।
সবারে বাসিত আপন জন ,
ছিল ভরিয়া আনত মন ।


ট্রেনে বাসে আগে, ওঠেনা
অগ্রের হক সে কাড়ে না ,
পথে ঘাটে দেখিলে বিপদ -
ঝাঁপিয়ে পড়ে, পর আপদ ।
সাক্ষ্য দানে, থানা পুলিশ ,
অমূল্য সময় হয় অহিত ।
ভিখারী দেখিলে শার্টটি খুলে ,
আর্তের হাতে দেবেই তুলে !


এত করেও কোথাও ফাঁকা ,
তার শূন্য মন, করে খাঁ-খাঁ !
দশ মাঝে যোগাযোগ সূত্র -
সর্বদ্বারে, সে হেয়-অপাত্র ,
মূল্য পায়না সমাজে আজ -
কাকে বুঝাবে তার কাজ !


(ইং-১৬-১২-২০১৭)