ভানু ,পূবে উঠে, পশ্চিমে ধায় ,
এমত ভাবনা, সারা বিশ্বময় !
অটুট এ মন্যতা, এখনো ধরায় ,
প্রতিবাদ করা, বৃথা কাল ক্ষয় !


জগতের মানব দেবতার অংশ
দেবেরা চেষ্টায়, উত্থানে বংশ ;
কালে করো না তাকে, বদনাম ,
যেন, বৃথা ঝরিও না- সেথা ঘাম !


ঘৃণিত কুকর্ম অবধারিত ক্ষম্য ,
একবার স্মরণে আস্থার ধর্ম !
অতি অকাট্য রায়, সংসার ময়
মূলে কথা নাড়ায়, মেলে ভয় !


বজ্রের দ্বারা সমস্ত পাপী ক্ষয়
ধরার জনে, বিশ্বাস ভরিয়া রয় ,
কারো উপর এই বাজটি পড়া-
নরে বলে, ভরা ছিল পাপঘড়া !


সৎ-খাঁটী শান্তিপ্রিয় আছে যতো ,
তারাই অসহায় নিঃস্ব, কত-কত !
দৃঢ় নীতি, অমান্য, সাধ্য কার !
হায় পরিত্রাণ ! ফাঁদে পড়া তার ।

(ইং-২৯-০৬-২০১৮)