চৈত্রের খরা তাপে কর্ম ! ঘোর বর্ষায় ,
কর্মঠ ,তবু চাষী, অভাবগ্রস্থ তায় !
শ্রমিক অপরিবেশে, বদ্ধ হাওয়ায় -
সারাজীবন প্রতিক্ষণ কর্ম ধারায় ,
শহুরে কর্মীদের কত কষ্ট মাথায় -
দপ্তর বাবুর, কর্মযাত্রা- যন্ত্রণায় !
পড়ুয়েরা সব তারা, অশেষ চেষ্টায় ,
আপ্রাণ একাগ্রতায় ,পড়াটা চালায় ।


সময় কালে আন্দোলন নিয়মে করে ,
বহুতর আক্রোশে, জেল হাজত ভরে !
এখন প্রশ্ন করি ,অধর্ম কোথা আজ ?
তবু কেন রুগ্ন মত- সে দেশ সমাজ !
হেরি আজি জড়তায়, সমাহিত দেশ ,
চাটুকার তারা ভাবে ! বেশ ভাল বেশ ।


(ইং-২৬-০৮-২০১৮)