চারিদিকে শুনি জয়-জয়কার !
পরগাছা সম দেবতার আড়ম্বর ;
ওঁরা আদি হতে বড্ড জ্ঞানী ,
এ কথা জানা-
কিছুই বলা যাবে না !
দুধ-মধু ভাতে আহার
আবার, কত যে পেটের দায়ে
অহরহঃ সেবা রত তাঁহার ।


চামর দুলিয়ে দেয় হিতোপদেশ -
দূরিতে জীবনের দুর্দশা সহজ-সরল
পরাজয়ের কারনের- রাশিফল
সব বলে সবিশেষ ; মিথুন বা মেষ ।


বৈচিত্রে ঘেরা এ সংসার -
মনে হয় ঝাড়-ফুঁক দরকার ,
একদিকে আগাছার জ্বলন
অন্য দিকে তারেই আবার পূঁজন !


(২৭-০৩-২০২৪)
তার > সেথায়, অন্তঃমিলের জন্য “তাহার” করা ।