ব্যবস্থাপনায় বিফলতা, সব কাজে সাম্যে
বিরাজে দেশের নেতা, নিছক স্বার্থ ধম্মে ,
       গরীব ক্রন্দন, শুনেও নেতার
       থামে না ঘূর্ণন, শোষণ যাঁতার ,
বহুরূপী বাগারু নেতা, বেজায় ধূর্ত কাম্যে ।


নির্ঝঞ্ঝাট শান্তির জীবন নেতার ঘরে কাটে
খোঁজ রাখে না কারা খাটে, ভরদুপুরে মাঠে ,
         পথে ঘাটে শ্রমিক বেহাল
         এ, সি, ঘরে নেতা বহাল ,
স্বদেশ চলে দুঃখী জন, রোদে হেঁটে হেঁটে ।


বিপদ কালে দেখে রাখ ,বন্ধু আপন জন ,
ভোট এলে, সাধু সাজলে, শক্ত করিও মন ।
         চিনে রাখ, গরীব দরদী জন  
         বন্দ হোক সর্বহারার শোষণ ,
আর্ত-দুঃখীর তরে চাই, সমাজ পরিবর্তন ।


(ইং-২৭-০৫-২০২০)
*-বাগারু > যে বেশী বকে ।