রাজ পথে ভিক্ষুক, সমাবেশ ,
তারা অগুন্তি সংখ্যায় অশেষ
চেহারা না বলা ! কাতর রূপ ,
দুঃখ বারোমাস- জীবনে খুব ;
উদল গা, পরিধান শতছিন্ন ,
মাত্র চিন্তা, দু’মুঠো অন্ন ।


রাজা জানেন নাড়ীর খবর
কষ্টরে, অপসারণ- ছুঁমন্তর ,
তিনি দূরিতে দুঃখ, সিদ্ধহস্ত
করা আছে তার সুবন্দোবস্ত ।


নানা রঙের ফানুস উড়ায়
সবার নাম ব্যাঙ্ক খাতায় ,
দেখায় রকেট মঙ্গলে যায় -
মূর্তি দাঁড়িয়ে উঁচু মাথায় ।


(ইং-২০-০১-২০১৯)