অযোগ্য যদি হাতায় রাজসত্তা
ক্ষমতায় চালায় শোষণ যাঁতা ,
কুমন্ত্রণার পাশার চাল -
কাজেতে দেখানো হয় বৃদ্ধাঙ্গুষ্ঠা
মধুর প্রতিশ্রুতি, মিথ্যার জাল ,
সুখের শাহানশা, না অভাব, তেষ্টা ।


পাতাও হ্যালে না বিনা তাঁর ইচ্ছায়  
মনে যতই থাক না ধর্মনিষ্ঠা -
যতই হাকডাক--কেষ্টা-কেষ্টা ,
কোন ফল ধরে না ঈশ্বর-আস্থায় ।


পেলেই প্রচারে খুঁটিতে জোর
লাফাতে বেশ কায়দা জোড়তোড় ;
চারিধারে ছায় কুহেলি-মায়ায় -
যুগ যায় এমতঃ চরিত্র ধারায় ।


এই বুঝি সঙ্কট হল বুঝি পার
প্রচারে প্রভাময় শাসক ধার ;
মহান আশ্চর্য ! অদেখা সারা ,
মনে হয়, পায়েতে কুড়ুল মারা ।
(০৪-০৪-২০২৪)


দীপ্তি রায় ০৪/০৪/২০২৪, ১৭:৩২ মি:
"আজ দেশের ভাগ্যকর্তা নেতা শাহানসা,
তারাই দেশের হর্তা কর্ত্তা ভাগ্য বিধাতা !
রাজা উজির তারাই সাজায় সাজায় ভিক্ষারী ,
আবার লক্ষভেদে শিকার করে তারাই শিকারী !"


"আশ্চর্য-১৭" সেখানে মন কাড়া মন্তব্য পেয়ে, যারপর নাই মুগ্ধ হয়ে আমার এ কাব্য দীপ্তি রায় সমম্মানীয় কবিকে উৎসর্গ করলাম ।