দিকে-দিকে রংধনু রং-বিশ্ববাজার ,
ভরে কোম্পানি, হাজারে হাজার !
তায়, বিজ্ঞাপনে পাটা আগা-মাথা -
চাই হৃদয়বান ভালবাসার ক্রেতা ।


হাজারে শতশত, যার যতো মন্ডী -
গড়ে আঁটে, ইচ্ছে মত- তার গন্ডী ।
বিক্রেতা, সহজে ভাবে তারা রাজা !
ক্রেতারে অন্তরে- জেনেছে প্রজা ।


বাঞ্ছা মনে একছত্র, বিশ্ব সম্রাট !
সেভাবে বাড়ায় তার ঠাট-বাট ।
দেশ দখলে, কাজে নয় লস্কর -
চাই সুযোগ্য, ছলবাজ তস্কর !
প্রথমে উপদিবেশ গড়ো সেথা -
ওদেশের শিল্প করো কাজে বৃথা !


খুব লাগুক দোল, চাহিদায় ঢেউ -
দেখুক ভরিয়া নয়নে, যে কেউ ।
ধীরে-ধীরে বাড়াও বাজার গতি -
নেশাভাঙ্, ড্রাগ্স, পাঠাও অতি !


দেখ খেল্ , হরিবোলের কত রোল -
ঘি’র প্রদীপ জ্বেলে, বাজাবে ঢোল !
মাতে খরিদ্দার, ভরে বিশ্বরাজার ,
মেলেও রসিক, হাজারে হাজার !


(ইং-২৫-১২-২০১৭)
হিন্দী শব্দ,-মন্ডী > যেখানে কোন দ্রব্যের ব্যাপক ঢের । উদাহরণ > ধানমন্ডী >
ধানের কেনা বেছা স্থান ।