যতো ক্ষত, ব্যথা তত ,
বাড়ে, রি-রি- মত !
কিছু বিদ্বেষে, তেতো-
খচখচ্- অকারণ যতো !


ক্ষত যেন মৌচাক ,
মধুস্বাদে লাগে তাক !
এক খেটে আনে মধু ,
অপর নিকর খায় শুধু ।


উঁচু-নীচ, ব্যবস্থা -
তবু ধরে আস্থা -
কেউ, গাঁজায় দম !!
ক্ষত চায় ,হোক কম ।
ক্ষত নিয়ে আপন
কারো, ভোলা মন !
কত সুখে, করে ক্ষত !!
ঝঞ্ঝাট টানে, অবিরত ।


ক্ষততে বাজার নড়ে -
দরদাম বেজায় বাড়ে !
ক্ষত, আনে আশা -
করিতেই হবে ভরসা ।
সারুক বা না সারুক-
দূরিতে উপায় ধরুক !


ক্ষত কেন যায় না ?
এ অর্থের জমানা !!
কড়িতে মেলে অপার
আপন হয় পর !


(ইং-০৫-০৪-২০১৮)
-বেঙ্গালুর