লক্ষ ধনুর্ধর, সহস্র গদাধারী -
অতিবাহিত কাল, শক্তি ধরি ,
কত গোলন্দাজ, কত মল্ল -
ছিল চমকে, উজ্জ্বল ,গতকল্ল !


কত দিয়েছিল অসিতে শান ,
ধার ! অমাপা ছিল, তার মান ।
জয়টিকা পরিয়া, দীপ্ত ললাটে-
তাঁরা সূর্যসম ভূতে,- প্রকটে !
কঠোর পরিশ্রমী,তায় মৃত্যুঞ্জয়ী ,
ছিল উল্কা যেন অশুভ ক্ষয়ী ।


সময়ে ভবী, অদেখা ভবিষ্যৎ ,
তাঁরা দিদক্ষু নয় ! সেথা দিগপাত্ ।
জীবনমূল্য, যোগবিয়োগ ফল -
উত্তর তায়- হেরি যে সরল ,
অবস্থান অতীত, দম্ভ ভরা -
রেখে গেল, শূন্য ফল তাঁরা !


(ইং-২৭-০৩-২০১৮)
-বেঙ্গালোর