দোকানদারের মত নিক্তিতে মাপা ভালোবাসা
মিশে যায় পাকস্থলির অন্ধকারে
ভালোবাসার আজন্ম ক্ষুধায়-
মুখটা রেল লাইনের নির্জন স্লিপার
ওজনস্তরে ফাঁটল...
ভেতরে ভালোবাসার সূর্যটি আগুন ছড়াচ্ছে
তোমার ভালোবাসা এখনো থার্মমিটারে
সীমানার কাঁটাতারে...
সমাজের সাতরঙা দড়িতে
আমার ভেতরে ভালোবাসার দশ দিগন্ত
একটি আকাশ পার হতেই
তোমার ডানায় তখন ক্লান্ত গোধূলী
বিছিন্ন পালকে ব্যর্থতার ছাপ...
ঘড়ির ঠকঠক শব্দে
তোমার রুটিন ভালোবাসার পাঠ শেষ
আর আমি প্রথম পৃষ্ঠায়
মৃতুর গালে দিয়েছি কষে একটা চর্ড়
দ্বিতীয় পৃষ্ঠায় যাওয়া হয়নি এখনো।