নৌকাটি মোর বাধা আছে ঘরের দুয়ারের ঘাটে।
মাঝি আমি অপেক্ষাতে,
তুমি পান্থ হয়ে বসবে পাশে।
হাল ধরে, হাতে হাতে।
দুজন মিলে ভেসে যাবো হাজার বছরের অভিজনে।
অভিজনের সুখের কাঁথায়, দুঃখ সুখের অনুরজঁন।
পুরান সুতোয় নতুন ফুলে, কাঁথায় নতুন গল্প উঠে।
মুছে যাওয়া ফুলের সুবাস, ছেড়া সুতোয় আটকে থাকে।
স্মৃতি হয়ে চোখের কোনে, গল্প গুলো ভিজিয়ে রাখে।
মেঘে মেঘে আকাশ ভারি, বৈঠা হাতে বসে ভাবি।
কেমন করে দিব পাড়ি, উচু ঢেউয়ের ঝাপটা ভারি।
দরিয়াতে বাড়ছে পানি, কমছে আমার মনের প্রভা।
পান্থ তুমি শক্ত হাতে, বসে থাকো মাঝির পাশে।
ঝরের শেষে শীতল বেশে মনের অধীরতা যাইযে কেটে।
ঝড়ের শেষে নরমহাতে সুতোর বুনন চলুক মনে
ভিজিয়ে রাখা গল্পগুলো নতুন করে আসুক জেগে।
তুমি পান্থ, আমি মাঝি বেশে দাড় বেয়ে যাবো অভিজনে।
চোখের কোনে ভিজে থাকুক ছেড়া সুতোর সুবাসমাখা।