পুলিশে শুধাইল,
জননী, কর্তা বাড়িতে আছে?


কর্তা বাড়িত নাইকো, বাজারে গিছে।
অল্প টাকায় ছয়জনের বাজার,
কোনটি বাদে কোনটি নিবে, ভাবি বসে বসে।


পুলিশ বলে, গেল সপ্তাহে
কর্তা তোমার কেন ছিল মিছিলের পিছে?


কর্তা আমার নিতাই বামন
মিছিলে যাবার মানুষ না অমন।
হয়তো ভয়ে, নাহয় বাবু তোমার দেখার ভুলে
ভাবছো আমার কর্তা, তাই নিয়ে যাবে তুলে।


পুলিশ বলে, উপরের তাপের পারদে
নিতে হবে কর্তাদের, আমাদের গাড়দে।
কর্তাকে না পেলে
নিয়ে যাব ছেলে পিলে।
তা ছেলে পিলে কতজন??


ছেলে পিলে তো অনেকগুলি
তোমাদের লাগবে কোনগুলি?
বিয়ের পরেরগুলিতো সব কামলা দিয়ে খায়
ওদের নিলে ঘরের মাদিগুলোতো উপোসে যায়।


তোমরা বরং, বিয়ের আগেরগুলি নেও
এখন তারা রাজনীতি করে, মুখে খুব মেউ।