আমি সবার জন্যই ক্ষতিকর
আমার ছায়ামুক্ত সবকিছুই সতেজ।
আমার বাগানের বেলীর গাছ
আমার খাচার টিয়া
আমার জারের ছোট্ট মাছ
সবই ছিল প্রান হীন একা।
অনুর্বর বিশৃঙ্খল।
বেলী'র অন্যবাগানে সুশোভিত ফুল,
সবাই অন্যালয়ে সতেজ উর্বর।
আমি সবার জন্যই ক্ষতিকর।
তবে
আমি আমার জন্য একটু বেশীই ক্ষতিকর।