কোথা হতে যেন স্রোতে
ভেসে আসে ফুল।
কখনো একটা, কখনো দুইটা।
ফুলটি ভেসে ভেসে, চলতে থাকে।


ভাসতে ভাসতে তেপান্তরের মাঠ পেরিয়ে হারিয়ে যায়।
ভাসতে থাকে পূর্নিমার চাঁদের আলোয়
ভাসতে থাকে অমাবস্যার নিকষ কালোয়।
ভাসতে থাকে পাহাড়ি তীব্র স্রোতে
ভাসতে থাকে জলের নরম শীতল পরশে।


ভাসতে ভাসতে কোন এক সময়,
দেখা হয়ে যায় স্রোতে ভাসা
অন্য ফুলের সাথে।
প্রবল আবেশে ফুলের যুগল যায় ভেসে।


এরই মাঝে হঠাৎ, সময়ের খেয়ালে
স্রোতের ফুল একাকী হয়ে যায় স্রোতেরই তোপে।
আবার একাকী হয়ে যায় ভেসে।
যায় ভেসে, যায় ভেসে।