ভালোবাসা, কখনো কমে না,
কখনোই কমে না।
একইরকম থাকবে, না হয় বৃদ্ধি পাবে।
বৃদ্ধি পাবে চক্রগতি হারে।
এমন সময় পৃথিবী সুনিপুন মনে হবে।
রাতের, চাদের আলো শরীর মনে স্পর্শ করে যাবে
যা অনুভূত হবে স্বর্গীয় আভায়।
কন্ঠের শব্দের ধারা, বীনাকেও হার মানিয়ে যাবে।


একসময় অভিমান এসে জমা হবে
ছোট ছোট রাগ তৈরী হবে
ভালোবাসার কিন্তু কম হবে না।
শুধু রাগ অভিমান গুলো বাড়তে থাকবে।


একসময় বীনার কল্লোল, ঝনঝনিতে রুপ নিবে
চাদের আলো মন খারাপের কারন হবে
কথার পিঠে কথা, মানের উপর অভিমান
রাগের উপর অনুরাগ জমা হবে।


ভালোবাসা কিন্তু আগের মতই থাকবে
সাথে কিছু মন্দবাসা যোগ হবে।
দূরে থাকা ভালো লাগবে।


এভাবে দূরে চলে যেতে যেতে
অনেক দূর চলে যাবে।
অনেক দূর চলে গিয়ে আবার
বীনার কল্লোল, চাদের আলো
সবই ভালো লাগবে।
মান অভিমান, রাগ অনুরাগ ভুলে যাবে।


কিন্তু এতটা দূরে গিয়ে ফিরে আসার পথটা হারিয়ে যাবে।