শিশিরের ফোটায় তিয়াস মিটাবে না চাতক,
চেয়ে থাকে আকাশপানে।
আকাশের নীলে, চাতকের হয়ে যায় প্রেম।
মেঘ কাটিয়ে নীলের প্রতি চেয়ে চেয়ে গাঁড়ো হয়ে যায় প্রেম।


তিয়াসে শুকিয়ে গলা, ভিজেনা নীলের আদরে।


নীলের ছোয়া, আলিঙ্গন, চুমুতে যাওয়ার স্বাদ
আকাশমুখো উড়াল লাগায় চাতকের ছোট্ট ডানায়।


উড়ে চলে চাতক আকাশপানে, পিছনে ফেলে মেঘ।
নীলের কাছে, আরো কাছে।
নীলের টানে, জলকে ফেলে সূর্যছোয়া পেয়ে
চাতকের প্রাণ যায় বেড়িয়ে জলতৃষ্ণাতে।


নীল আকাশে মেঘ জমে যায়, বৃষ্টি হয়ে ঝরে।


নীলের কাদন বৃষ্টি হয়ে, চাতকের শরীর যায় ভিজিয়ে।
চাতকপাখি মেঘ মাখিয়ে, শরীর ভিজায়ে, পড়ে লুটায়ে।