যখনই সে মুক্ত হল
উত্তরের দিকে দৌড়ে গেল
কোন পানে না তাকিয়ে
কোন খানে না দাঁড়িয়ে
উত্তরের শীতলতার দিকে দৌড়ে গেল।

তার দৌড়ের ঝাপটায়
গাছের ফুলগুলো ঝড়ে গেল
প্রজাপতি উড়ে গেল
ঘাসগুলো মাড়িয়ে গেল
বাগানটি এলোমেলো হল।

তবে, সে কিন্তু মুক্ত হল।