মহামান্য ধর্ম অবতার আমাকে ক্ষমা করবেন,
আমি আপনার পবিত্র ধর্ম গ্রহন্থগুলো পড়তে পারিনি,
আমার সাথে আপনার প্রিয় ভাজন কারো জানাশোনাও নাই,
আমি জানিনা আপনি ধর্ম মানবতা ভ্রাতৃত্ব মূল্যবোধ শান্তি
এগুলোকে কিভাবে ব্যাখ্যা দিয়েছেন।
হইতো ধর্ম মানে আপনার নির্দেশিত পথে চলা,
আপনার জন্য উপাসনা করা।
আমিতো আপনার নির্দেশিত পথে রক্ত দেখিনি,
আপনিতো রক্তের জন্য উপাসনা চান না ।
আপনি আজ দেখে জান আপনাকে
কিভাবে উপাসনা করা হচ্ছে,
কিভাবে আপনার নির্দেশিত পথ টাকে
কুলশিত করা হচ্ছে ।
আপনার মানব জাতি আজ মানবতার নতুন সংঙা দিয়েছে,
নিজের ভাই কে আজ হত্যা করে শহীদের খেতাব নিচ্ছে।
নতুন করে ভ্রাতৃত্ববোধ জাগাচ্ছে।
ছোট বেলাই বইয়ে পরেছিলাম,
আপনার একজন প্রিয় ভাজন তার অমংগল কামীদের জন্য দোয়া করতেন।
আসুন দেখে জান কি হচ্ছে এখন।
এখন শান্তি প্রতিষ্ঠার জন্য রক্তের ফোয়ারা বহাতে হই,
শুনেছিলাম ইতিহাস খ্যাত এক যুদ্ধ হয়েছিল রক্তপাতহীণ।
আপনার স্বর্গেও যেমন আপনার অপছন্দের জন ছিল,
মত্তেও থাকবে,
তারা থাকবে সবসময়।
তবে যারা আপনার জন্য উপাসনা করতে চাই
ধর্ম মূল্যবোধ ভ্রাতৃত্ব সহার্দ্যতা ও শান্তি পূর্ণ ভাবে
তাদেরকে রক্ষার দ্বায়িত্ব আপনার।