মানুষকে প্রেমে কেন পড়তে হবে?


প্রেমে পড়াটা
মানুষের জীবনে নি:শ্বাস নেবার মতই।
সবসময়ই তা চলতে থাকে।
অবচেতনভাবে তা চলতেই থাকে।


জীবনে পয়ত্রিশটা বছর,
অনেক দীর্ঘ একটা সময়।
আমি অনেকবার প্রেমে পড়েছি।
সবগুলো ছিল মানুষের প্রতি।


কারো চোখের মায়ার প্রেমে
কারো কথার চাওয়ার প্রেমে
কারো হাসির ধারার প্রেমে
কারো শরীরের বাঁকের প্রেমে।


প্রেমে পড়েছি বারবার,
মনটা নষ্ট করেছি প্রত্যেকবার।
নষ্ট মনে প্রেম থাকে না।
এটা নষ্ট প্রেমের চলক।


পয়ত্রিশটা বছর অনেক দীর্ঘ সময়।
আমি নষ্ট প্রেমের প্রেমিক।
ক্ষত করেছি অনেক মনের
এই ক্ষত শরীরে গিয়ে পৌছায়নি।


মনের ক্ষত গভীরতর হয়েছে
কোন কিছুতেই তা শুকাবে না।
সময়ের স্রোতে তা শুকাবে
তবে দাগ থেকে যাবে।
প্রতিটা দাগ, নষ্টের স্মৃতি বয়ে বেড়াবে।


তবে এখনো, খুব ইচ্ছে হয় আবার প্রেমে পড়ি
নিজের প্রেমে, শতভাগ নিজের।
নিজের স্বপ্নের প্রেমে।