দলছুট দুটি বালক, গলাগলি করে হাটে
পদযুগলে ধুলির মোজা সেটে
হেটে যায় মেঠো পথ মাড়িয়ে।


মুখে হাসি, হাতে মাটির দলা।
পুকুরের জলে সজোরে ছুড়ে মারা
ছোট গাছে ঢালের পাখি তাড়ানো একটি খেলা।


ঘর নেই তাই আকাশের নিচে খুজে নিয়েছে ঘর
মাটির উপরে বিছানো হয়েছে মন ভুলানো চাদর
বৃষ্টিকে মাথায় বরণ করেছে
শীতে আছে হাড় কাপানো আদর।
ক্ষুধা বলে নেইকো কিছু
পেট শয়ে গেছে তাই নেই পিছু


পর বলে কেউ নেইকো তাদের
রাস্তার ঔ কুকুর ছানা
বাসা ভুলে উড়া পাখি
পথে কুড়ানো লাঠি
কুড়িয়ে পাওয়া বল
দিনের আলো, রাতের চাঁদ
সবই তাদের আপন।


শুধু মানুষকেই করেছে পর।