না নেই।
কথাটি কখনোই আর শুনতে চাই না।
সব চাওয়া, স্বপ্ন, আশা
নিমেষেই চির অন্ধকারে মিলিয়ে যায়।
জীবনে অনেক কিছুই আছে
যা বাস্তবে নেই।
এই নেই ব্যাপারটা খুবই আচমকা হয়ে যায়।
এই যে একটু আগেও যা ছিল
তা এক শব্দে বিলীন হয়ে যায়।
পূর্ণ  হাসিমাখা মুখটি মলিন হয়ে যায়।
আকাশভরা ঝলমলে আলো অন্ধকারে ডুবে যায়।


নেই, ব্যাপারটা কেউই মেনে নিতে চাইনা,
আশা করেও না।
নেই কথাটি কেউ শুনতেও চাইনা।


গভীর কালো ঘটঘুটে অন্ধকারের নাকি কোন আলো নেই। সেখানে নাকি স্বপ্ন নেই৷
সেখানে সুমনের কোন ভাবনা নেই।
সচরাচর চলাচল নেই।


কারো মনের কোনে অন্ধকারের ঠায় নেই।
সবাই অন্ধকার থেকে দূরে যেতে চাই।
আলোতে থাকতে চাই।
সামনে আলোর হাতছানি
আরো সামনে উজ্জ্বল আলো।


একসময় চলতে চলতে
আলোর উজ্জ্বলতা শেষ হয়ে যায়।
আবার অন্ধকার ঝেঁকে বসে।
কাজলমায়া ভরা অন্ধকারকে কেউই ভালোবাসে না।
শুধু একটি মানুষ ছাড়া.....