হে দেবী,
নাশকতার নাট্যমঞ্চে আমি দুর্গম অসুর
তুমি তো দুর্গতিনাশিনী দেবী।
তব অসুরবিনাশিনী ত্রিশূলে
হানো আঘাত মোর পাষণ্ড বক্ষস্থলে,
পাপও তাপ কামনাবাসনা নাশ হোক সর্বমুলে।


যেখানে অন্যায়, সেখানে তুমি ন্যায়।
যেখানে অত্যাচারীর জুলুম, সেখানে তুমি মজলুম।
তুমি মূর্ত সত্য !


কখনো জননী,
কখনো শিবের সোহাগিনী।
কখনো বা সেজেছো দেবী,
তুমি রূপময়ী, রূপহীন।


হে দেবী
তুমি মৃন্ময়ী, অক্ষয়, জগদ্ধাত্রী, গন্ধেশ্বরী
বনদূর্গা, চণ্ডী, নারায়ণী, তুমি কালী গৌরী।
করো হে কৃপা,
মুছে যাক মোহ ময়লা—
তুমি পরিত্রারিণী।