একা (কবিতা)


নিজেকে আমার খুব একা লাগে,
একা একা থাকতে ভালো লাগে।
একা থাকি, একা খাই, একা ঘুমাই
একা বই পড়ি, একা গান শুনি।


আমি একা,
একা ঘুরে বেড়াই
যখন যেখানে মন চায়।
একা কবিতা লিখি, আবৃত্তি করি
কখনো ধ্যান করি কিবা শুয়ে থাকি।
একা হাঁটি, একা চলি
কখনো একা চা খায়, সিনেমা দেখি।


আমি একা
একা একা হাসি আনন্দে,
গুনগুন করি একা ছন্দে।
কখনো নিরানন্দে একা একা কাঁদি
যতক্ষণ মন চায়।


আমি একান্ত আমার,
শুধু আমার।
আমি একা থাকতে পছন্দ করি,
এবং একাই থাকি।
একা থেকে অভ্যস্ত চিরকাল,
আমি একা-তেই থাকব বহাল।


আমার এই একাকিত্বের আনন্দে
কেউ এসে ভিড় জমাক,
সেটা আমি চাই না।
আমি একা থাকি
খুব ভালো আছি,
তুমিও থাকো তোমার মতন!


উৎসর্গ — আমার ‘একা’কে।