অভিমান


আমি জানি তুমি আমাকে ভালোবাসো না--
তা জানা সত্ত্বেও এই মনভরা,
শুধু তোমাকে পাওয়ার বাসনা।


আমার নাম শুনলে হয়তো তোমার বিরক্ত লাগে--
তীব্র ঈর্ষানলে গাঁ জ্বলে উঠে।
তোমার দু'চোখ ভরা শুধু আমার প্রতি
রাগ, ক্রোধ, ক্ষোভ আর হিংস্রতা--
তবুও আমার মনে জাগে
শুধু তোমাকে পাওয়ার প্রবণতা।


আমি হয়তো তোমার মনের মতো হতে পারিনি,
আভিজাত্য, রুচিশীল ও সৌখিনতায়--
জীর্ণ শীর্ণ যত্নহীন অন্যমনস্ক পুরুষের সাথে
হয়তো তোমাকে বেমানান মানায়!
তাই তুমি বারংবার করছো উপেক্ষা,
আর আমি করেছি শুধু তোমার অপেক্ষা।


হয়তো তুমি আমাকে একদিন বুঝবে,
আমাকে পাওয়ার ব্যাকুলতায় পথে পথে খুঁজবে।
তাঁর আগে যদি আমি হারিয়ে যাই
কোনো এক অমাবস্যার গভীররাতে--
নিস্তব্ধ, নিঝুম কালোনীশিতে।
হয়তো তুমি অপেক্ষা করবে পূর্ণিমার
আমাকে খোঁজে পাওয়া যে দরকার,
হয়তো জোছনা তোমাকে পথ দেখাবে
নদীর কূলে কূলে আমায় তুমি খুঁজবে।



৩১/১০/২১ইং